ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২৩:২৯, ২৮ জানুয়ারি ২০২২

ঝলক

রাহুলের অভিযোগ ২০২১ সালের আগস্টে কোন কারণ না দেখিয়েই টুইটার এ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তার দাবি, ক্ষমতাসীন বিজেপির চাপেই এমন কাজ করেছে টুইটার। ফলে রাহুল গান্ধী সম্প্রতি টুইটার প্রধান পরাগ আগারওয়ালকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন, ২০২১ সালের প্রথম ৭ মাস তার অনুসারীর সংখ্যা গড়ে ৪ লাখ করে বাড়ছিল। কিন্তু আগস্টে তার টুইটার এ্যাকাউন্ট ৮ দিনের জন্য ব্লক করে দিলে এ অনুসারীর সংখ্যা অর্ধেকে নেমে আসে। অথচ এই সময় অন্য রাজনৈতিক ব্যক্তিদের অনুসারী ঠিকই বৃদ্ধি হয়েছে। চিঠিতে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা শশী থারুরের টুইটার এ্যাকাউন্টের নমুনা দিয়েছেন। রাহুলের অভিযোগ, গত আগস্টে তার অনুসারীর সংখ্যা যখন অমিত শাহকেও ছাড়িয়ে যায়, তখনই টুইটার তার এ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। এর আগে তিনি কৃষক আন্দোলনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে টুইট করেন। রাহুলের দাবি, যে ছবি পোস্ট করার কারণে এ্যাকাউন্ট সাসপেন্ড হয়, সেই একই ছবি আরও অনেকেই পোস্ট করেছেন। অথচ তাদের কিছুই হয়নি। তিনি আরও বলেন, ‘আমি আগেও টুইটার ইন্ডিয়ার কর্মীদের কাছ থেকে জানতে পেরেছিলাম, যে সরকারের তরফে তাদের ওপর প্রবল চাপ তৈরি করা হচ্ছে আমার কণ্ঠস্বর অবরুদ্ধ করার জন্য। বিনা কারণেই আমার এ্যাকাউন্টও কয়েক দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। সরকারী এ্যাকাউন্টসহ একাধিক টুইটার এ্যাকাউন্ট থেকে ওই ছবিই পোস্ট করা হয়েছিল, কিন্তু সেই এ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়নি। শুধু আমার এ্যাকাউন্টকেই নিশানা বানানো হয়েছিল। তবে টুইটারের মুখপাত্র এই বিষয়ে কোন মন্তব্য করেনি। -ওয়েবসাইট অবলম্বনে ১২৯ সন্তানের পিতা! বিশ্বাস করুন আর নাই করুন- এক ব্রিটিশ শিক্ষক ১২৯ সন্তানের পিতা হয়ে রেকর্ড গড়েছেন। তার আরও নয় সন্তান পৃথিবীর আলো দেখার অপেক্ষায় রয়েছে। স্বাভাবিক উপায়ে নয়, শুক্রাণু দানের মাধ্যমে এসব সন্তানের বাবা হয়েছেন সাবেক গণিতের শিক্ষক ক্লাইভ জোন্স। এতে গর্বিত ৬৬ বছর বয়সী এ শিক্ষক। তিনি বলেন, আমি সম্ভবত বিশ্বের সবচেয়ে উর্বর শুক্রাণু দাতা। আমার দানকৃত শুক্রাণু থেকে ইতোমধ্যে ১২৯ শিশু জন্মগ্রহণ করেছে। পৃথিবীর আলো দেখার অপেক্ষায় আছে আরও নয় শিশু। ১২ বছর ধরে শুক্রাণু দান করে আসা ক্লাইভ বলেন, আমি আরও কয়েক বছর এই শুক্রাণু দান চালিয়ে যেতে চাই। আমার ইচ্ছা ১৫০ জন সন্তানের বাবা হওয়ার। সন্তানবিহীন পরিবারগুলোতে ‘খুশি’ ছড়িয়ে দিতে ক্লাইভ ফেসবুকের মাধ্যমে শুক্রাণু দান করেন। তিনি বলেন, আমি অনেক ক্লিনিক এবং শুক্রাণু ব্যবসায়ীদের সম্পর্কে জানি। কিন্তু তারা দান করে না, বীর্য বিক্রি করেন। ক্লাইভ বলেন, আমি সন্তান পেয়ে ভীষণ খুশি, মায়েদের যে বার্তাগুলো পাই সেগুলো দেখলে হয়ত মানুষ বিষয়টি বুঝতে পারবে। আমি সেই খুশি অনুভব করতে পারি। একবার এক দাদি তার নাতনি পেয়ে আমাকে ধন্যবাদ জানিয়ে কেঁদে ফেলেন। এতে আমি অনুপ্রাণিত হয়ে আরও উৎসাহে শুক্রাণু দান শুরু করি। -ডেইলি মেইল অবলম্বনে
×