ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ২৩:২৮, ২৮ জানুয়ারি ২০২২

উবাচ

খরা কাটেনি স্টাফ রিপোর্টার ॥ বিদেশে লবিস্ট নিয়োগ নিয়ে বেশ ক’দিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। এ বিষয়ে সম্প্রতি বিএনপির সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে লবিস্ট নিয়োগ করেও বিএনপির মরা গাঙের খরা কাটেনি। ওবায়দুল কাদের বলেন, অনেক অর্থ বিনিয়োগ ও বিদেশে লবিস্ট নিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের নতুন নাটক মঞ্চায়ন করে বিএনপি। তা করেও বিএনপির মরা গাঙের খরা কাটেনি। তারা এখন উ™£ান্তের মতো প্রলাপ শুরু করেছে। রাজনীতির মাঠে পরাজিত বিএনপি এখন নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা বরাবরের মতো নির্বাচন প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। ছিটিয়ে দিয়েছি স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, এ সরকার সারাদেশের উন্নয়ন সুষম বণ্টনে বিশ্বাসী। তাই আমরা উন্নয়ন সব জায়গায় ছিটিয়ে দিয়েছি। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি শিল্প খাতে প্রশিক্ষিত জনবল সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেনÑ সিলেটসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে পতিত জমি ব্যবহার করে আধুনিক প্রযুক্তির বিস্তার ও শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টি ও সামাজিক ব্যবস্থার টেকসই উন্নয়ন হবে। আমরা চাই সারাদেশের মানুষ সরকারের কাছ থেকে ভাল সুবিধা যেন পান। আমাকে বানালেও! স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অভিযোগ নতুন নয়, অনেক পুরনো। ক্ষমতা হারানোর পর এ পর্যন্ত যতটি নির্বাচন হয়েছে সব কটি নিয়েই সমালোচনা করেছে দলটির নেতারা। বর্তমান সরকার আইন করে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়ার পর থেকে নতুন করে সমালোচনা জোরদার করার চেষ্টা করে দলটির নেতারা। এরই অংশ হিসেবে সম্প্রতি দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আমাকে সিইসি বানালেও নির্বাচন সুষ্ঠু হবে না। গয়েশ্বর বলেন, নির্বাচন কমিশন আমাদের দেশে কোন ফ্যাক্টর নয়। সরকারী কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করে। কারণ, নির্বাচন কমিশনের লোকবল নেই। তাই, আমাকে বা আমার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিইসি করলেও নির্বাচন সুষ্ঠু হবে না।
×