ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে ওমিক্রন সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার

প্রকাশিত: ২৩:২৮, ২৮ জানুয়ারি ২০২২

ব্রিটেনে ওমিক্রন সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার ওমিক্রন ধরনের জন্য আরোপিত সকল বিধিনিষেধ তুলে নিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার থেকে ব্রিটিশরা ওমিক্রন সংক্রান্ত বিধিনিষেধ থেকে মুক্তি পায়। এদিকে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ৩৬ কোটি, ৩৭ লাখ ২৩ হাজার ৩৬৬ জন। মৃত্যু ৫৬ লাখ ৪৭ হাজার ৫১৫ জন। মোট সুস্থ হয়েছে ২৮ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৮৬৪ জন। খবর বিবিসি ও ওয়ার্ল্ডোমিটার্সের। গত দুসপ্তাহে করোনা সংক্রমণ ব্যাপকভাবে কমে যাওয়ায় ব্রিটিশ সরকার বিধিনিষেধ তুলে নেয়ার এ সিদ্ধান্ত নেয়। করোনার ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর ব্রিটিশ সরকার বহু নিষেধাজ্ঞা আরোপ করে। এর আওতায় আবদ্ধ সকল জায়গাতে মাস্ক বাধ্যতামূলক এবং নাইটক্লাব ও ফুটবল খেলার মাঠের মতো জায়গাগুলোতে টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে হতো। এখন এসব নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ব্রিটেনের অনেক নাগরিক সন্তুষ্টি প্রকাশ করেছে। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও লন্ডনের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক রয়ে গেছে। তবে মাধ্যমিক স্কুলের ক্লাসরুমে মাস্ক পরার প্রয়োজন হবে না। বিধিনিষেধ তুলে নেয়া হলেও করোনায় আক্রান্তদের অবশ্যই পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে।
×