ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৬, ২৮ জানুয়ারি ২০২২

দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জন মারা গেছেন। এ নিয়ে সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা উন্নীত হয়েছে ২৮ হাজার ২৮৮ জনে। তবে আগেরদিনের তুলনায় করোনায় নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৪৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৮০৭ জন। তাদের নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৯৮। এখন পর্যন্ত সারাদেশে মোট ১ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সরকারী হিসাবে গত একদিনে দেশে সেরে উঠেছেন এক হাজার ৩৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন নারী ও ৫ জন পুরুষ। তাদের মধ্যে ৮০ জন ঢাকায় ও ৩ জন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন। এছাড়া রাজশাহীতে দুজন, বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জনের বয়স ৫১ থেকে ৯০ বছর।
×