ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে অবৈধ মাটি উত্তোলনের ১০ লাখ টাকার পাইপ ও ড্রেজার ধ্বংস

প্রকাশিত: ২০:৩৭, ২৭ জানুয়ারি ২০২২

দাউদকান্দিতে অবৈধ মাটি উত্তোলনের ১০ লাখ টাকার পাইপ ও ড্রেজার ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের ১০ লাখ টাকার ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা। অভিযান পরিচালনা কালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পৃথকভাবে উপজেলার ঢাকারগাঁ ও মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা কালে ২টি ড্রেজার মেশিন জব্দ ও ৪টি ড্রেজার মেশিনসহ ৫ হাজার ফুট পাইপ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ড্রেজার মালিকগণ পালিয়ে যান। তিনি বলেন,ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যান্ত ক্ষতিকর। ড্রেজার দিয়ে জমি খনন করলে সেখানে আর কখনোই ফসল ফলানো যাবে না। পাশাপাশি এই মেশিন দিয়ে এত গভীর করে মাটি কাটা হয় যে,পার্শ্ববর্তী জমি যেকোন মূহুর্তে ধ্বসে যেতে পারে। ড্রেজার ব্যবসায়ীরা ব্যক্তিগত লাভের জন্য ফসলী জমির চিরস্থায়ী ক্ষতি করে যাচ্ছে । কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় দাউদকান্দি এলাকায় নিয়মিত ড্রেজার বিরোধী অভিযান চালাচ্ছি। আমাদের ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের এই কার্যক্রমকে এলাকার জনগন সাধুবাদ ও ধন্যবাদ জানান।
×