ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে এর চেয়ে লজ্জার কিছু নেই’

প্রকাশিত: ১৭:৩৪, ২৭ জানুয়ারি ২০২২

‘পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে এর চেয়ে লজ্জার কিছু নেই’

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের (৪৬ব্যাচ) চূড়ান্ত পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ কর্মসূচির পাণিত হয়। মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সালের সঞ্চালনায় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী টুম্পা সাহা বলেন, “২০২১ সালের মধ্যে স্নাতক সম্পন্ন করার দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। সেসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েও তারা কথা রাখেনি। মিথ্যা আশ্বাস দিয়ে তারা আমাদের ঘোরাচ্ছে। এ অবস্থা আরো দীর্ঘায়িত না করে অনতিবিলম্বে পরীক্ষা শেষ না করলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।” শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, “বাবা-মায়েরা নিশ্চিন্ত হন যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কেননা এখানে দেশের স্বনামধন্য শিক্ষকেরা ক্লাস নেন, অথচ বাস্তবতা হচ্ছে আমরা ক্লাস-পরীক্ষাতে বসতে চাই কিন্তু তাদের কেউ কেউ নিতে চান না। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে পড়ার জন্য আন্দোলন করতে হবে, পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে এর চেয়ে লজ্জার আর কিছু নেই। ” মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারির মধ্যে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করা, বিগত পরীক্ষার ফলাফল দ্রুত দিয়ে দেওয়াসহ তিন দফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন। উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্মারকলিপি গ্রহণ
×