ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্টার্টআপ ক্যাম্প শুরু

প্রকাশিত: ১৬:৫৮, ২৭ জানুয়ারি ২০২২

রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্টার্টআপ ক্যাম্প শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে শুরু হয়েছে তিনদিন ব্যাপী স্টার্টআপ ক্যাম্প। আজ বৃহস্পতিবার দুপুরে তথ্য প্রযুক্তি বিষয়ক (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পটি আগামী শনিবার পর্যন্ত চলবে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ জানায়, দেশের সকল হাই-টেক পার্কে কমপক্ষে একটি করে ফ্লোর স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে বরাদ্দ দেয়া হয়েছে। এতে সারাদেশে বরাদ্দ পেয়েছে ১৫১টি স্টার্টআপ প্রতিষ্ঠান। এখন এসব প্রতিষ্ঠানকে এক বছর ব্যাপি ইন-হাউজ মেন্টরিং সেবা দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারে ৩০টি স্টার্টআপদের ক্যাম্প শুরু হলো।
×