ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে রাজৈর উপ-নির্বাচনে দু‘পক্ষের সংঘর্ষে আহত-১০

প্রকাশিত: ১৬:৩১, ২৭ জানুয়ারি ২০২২

মাদারীপুরে রাজৈর উপ-নির্বাচনে দু‘পক্ষের সংঘর্ষে আহত-১০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একটি ভোট কেন্দ্রে নৌকার এক সমর্থকের প্রবেশকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। খবর পেয়ে র্যাব, দাঙ্গা পুলিশ, ডিবিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনে। এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠভাবে ভোট গ্রহণের আশ্বাস দেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর উপজেলার ১০৪নং নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সকাল ৮টায় ১০৪নং নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম শাহিন চৌধুরীর সমর্থকরা ভোট কেন্দ্রে যাওয়া-আসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আনারস প্রতীক হাজ্বী মোঃ মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমানের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ও সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহত সুমন শেখ ও এনামুল হককে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় এবং হারুন চৌধুরী, রিপন শেখ ও সাগর হোসেন উজির স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান জানান, “জেলা প্রশাসক মহোদয়সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে একজন ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
×