ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাবি’র শিক্ষার্থীদের দাবির সমর্থন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের

প্রকাশিত: ১৫:৪৭, ২৭ জানুয়ারি ২০২২

শাবি’র শিক্ষার্থীদের দাবির সমর্থন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সমর্থনে বৃহ¯পতিবার সকালে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে গানাসাস এর সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষক-শ্রমিক-জনতালীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক মিলন কান্তি বর্মন, বাসদ মার্কসবাদী’র জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী’র জেলা সদস্য মৃনাল কান্তি বর্মন, কৃষক-শ্রমিক-জনতালীগের জেলা সদস্য জুয়েল মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি ওয়ারেছ প্রমুখ। বক্তারা অবিলম্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহবান জানান। তারা বিশ্ববিদ্যালয় সমুহের হল কেন্টিনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের দখলদারিত্বের তীব্র প্রতিবাদ জানান।
×