ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় করোনা বিধিনিষেধ উপেক্ষা করা হচ্ছে

প্রকাশিত: ১৪:১১, ২৭ জানুয়ারি ২০২২

কলাপাড়ায় করোনা বিধিনিষেধ উপেক্ষা করা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় করোনা বিধিনিষেধ উপেক্ষা করে মানুষ ফ্রী স্টাইল চলাচল করছেন। কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আর এর ফলে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। বুধবার কলাপাড়ায় একদিনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৫০ ভাগ। তারপরও উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অধিকাংশ পর্যটক স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলাচল করছেন। সমাজিক দূরত্ব মানার বালাই নেই। যদিও উপজেলা প্রশাসন স্বাস্থ্য বিধি মানাতে মাইকিং করেছে। প্রতিনিয়ত চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কিন্তু তারপরও মানুষ করোনাকালীন স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলাচল করছেন। ফলে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। এছাড়া ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসন কিংবা উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোপূর্বে মানুষের সুবিধার জন্য যেসব ব্যবস্থা নিয়েছে এবারে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি বার বার হাত ধোঁয়ার মতো কোন ব্যবস্থা পর্যন্ত নেয়া হয়নি। সবক্ষেত্রেই করোনাকালীন বিধি নিষেধ মানার কার্যকর ভূমিকা পালন করা নিয়ে চলছে উদাসীনতা।
×