ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রুপ থিয়েটার থেকে বহিষ্কারকে অবৈধ বললেন কামাল বায়েজীদ

প্রকাশিত: ০১:২৩, ২৭ জানুয়ারি ২০২২

গ্রুপ থিয়েটার থেকে বহিষ্কারকে অবৈধ বললেন কামাল বায়েজীদ

স্টাফ রিপোর্টার ॥ নিজেকে নির্দোষ দাবি করে বহিষ্কারাদেশকে অবৈধ বললেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ তিনি অস্বীকার করেন। একইসঙ্গে বর্তমান কমিটি তাকে অব্যাহতি দেয়ার ক্ষমতা রাখে না বলেও দাবি করেন কামাল বায়েজীদ। এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অবৈধ বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের অব্যাহতিপ্রাপ্ত অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিম ও আলোক নির্দেশক ঠা-ু রায়হান। গত ২২ জানুয়ারি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ ও অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিমকে আর্থিক অনিয়ম, দুর্নীতি, সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় পরিষদ। একইসঙ্গে কামাল বায়েজীদ আর কখনই ফেডারেশনে নির্বাচন করতে পাবেন না বলে নিষেধাজ্ঞা দেয়া হয়। অপরদিকে রফিক উল্লাহ সেলিমের নাট্যদলের সদস্যপদ বাতিল করা হয়। সংবাদ সম্মেলনে ফেডারেশনের আর্থিক বিবরণীর কপি উপস্থাপন করে কামাল বায়েজীদ ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মের প্রসঙ্গ উল্লেখ করেন এবং তাকে স্বেচ্ছাচারী ও দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করেন। এ সময় গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃত্ব দুই ভাগে ভাগ হয়ে একে অপরকে দোষারোপ করছে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান কামাল বায়েজীদ। তিনি বলেন, মূলত ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী আক্রোশবশত এই বহিষ্কারাদেশ দিয়েছেন। দুদকে তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগকে ঢাকতেই আমাদের বিরুদ্ধে এই বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। কামাল বায়েজীদ বলেন, ৪৫ বছর ধরে গ্রুপ থিয়েটার করি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোন প্রমাণ নেই। বরং মিথ্যা অভিযোগ তুলে আমার সম্মানহানি ঘটানো হয়েছে। এই অবস্থায় তাদের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছি। সেটা পেলে আমি আইনী ব্যবস্থা গ্রহণ করব। গ্রুপ থিয়েটার ফেডারেশন কি বিভক্ত হয়ে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে কামাল বায়েজীদ বলেন, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার তাদের পরামর্শ অনুযায়ী সারা দেশের নাট্যকর্মীদের নিয়ে সমাবেশ করে উদ্ভূত সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
×