ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:২২, ২৭ জানুয়ারি ২০২২

মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ওরা মোবাইল ক্লোনিং করে কৌশলে এজেন্টদের পিন কোড জেনে এ্যাকাউন্ট নিজের দখলে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়েছে। এদের হাত থেকে সাধারণ গ্রাহক রক্ষা পায়নি। এ রকমই একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ নুরুজ্জামান মাতুব্বর, মোঃ সজিব মাতুব্বর, মোঃ সুমন শিকদার। মঙ্গলবার ফরিদপুর ও মুন্সীগঞ্জ জেলা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব জানায়, তারা হ্যাকিংয়ের জন্য ব্যয়বহুল পেইড এ্যাপ কিনে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নামের ২৪টি সিম ও ১৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোজাম্মেল হক এসব তথ্য জানান।
×