ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম বাড়াতে বিইআরসির বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ

প্রকাশিত: ০১:২০, ২৭ জানুয়ারি ২০২২

গ্যাসের দাম বাড়াতে বিইআরসির বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ

স্টাফ রিপোর্টার ॥ গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবে বুধবার জরুরী বৈঠকে বসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নানামুখী আলোচনা হলেও চূড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন। ফলে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই বুধবার বৈঠকটি শেষ হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, দাম বাড়ানোর প্রস্তাবগুলো আরও যাচাই-বাছাই করতে হবে। পেট্রোবাংলার চিঠিতেও ঘাটতি রয়েছে। তাই তাদের কাছে পর্যাপ্ত তথ্য চাইবে কমিশন। এ বিষয়ে কমিশনের এক সদস্য সাংবাদিকদের জনান, আমরা ছয়টা গ্যাস বিতরণ কোম্পানির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেয়েছি। তাদের প্রস্তাব এবং গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল এর সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনা করছি। তবে পেট্রোবাংলা তাদের চিঠিতে যে তথ্যগুলো দিয়েছিল সেটার সাপোর্ট হিসেবে রেকর্ডপত্র দলিলাদি চেয়েছে কমিশন। বৃহস্পতিবার পেট্রোবাংলাকে সে চিঠি পাঠানো হবে। এরপর আমরা বসব।
×