ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ কোচিং সেন্টারের জরিমানা

প্রকাশিত: ০০:২৪, ২৭ জানুয়ারি ২০২২

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ কোচিং সেন্টারের জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বুধবার সকালে বগুড়ার উপশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত কোচিং সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছেন। করোনা সংক্রমণরোধে সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে কোচিং সেন্টার খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কোচিং সেন্টার থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রমণরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বগুড়ায় জলেশ^রীতলা ও উপশহর এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টার চালু রয়েছে। সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে কোচিং সেন্টার খোলা রাখার বিষয়টি জানতে পেরে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত শহরের জলেশ^রীতলা এলাকায় যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা ও রেবেকা সুলতানা এই অভিযান পরিচালনা করেন। এ সময় সদর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। ডাক্তার সেজে প্রতারণা ॥ জামায়াত ক্যাডারের জরিমানা নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ জামায়াত ক্যাডার ফারুক হোসেন ডাক্তার না হয়েও চিকিৎসার নামে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আটকের পর ২০ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা আদায় করেছে। বুধবার সাঁথিয়া বাজারের ইতালি মার্কেটের নিজস্ব চেম্বার (চিকিৎসা জগৎ) থেকে ভুয়া ডাক্তার ফারুক হোসেনকে ভ্রাম্যমাণ আদালত আটক করে এ জরিমানা আদায় করে। ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের মাজিস্ট্রেট মনিরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। ডাক্তারী ডিগ্রী না নিয়েই তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে এ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজিসহ ঝাড়ফুঁক দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিলেন।
×