ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ০০:১৫, ২৭ জানুয়ারি ২০২২

আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন চেয়ারম্যান প্রার্থী

চট্টগ্রাম অফিস/সাতকানিয়া সংবাদদাতা ॥ খেলাপী ঋণের দায়ে বাতিল হওয়া প্রার্থিতা উচ্চ আদালতে রিট করে ফেরত পেয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সারওয়ার উদ্দীন চৌধুরী। গত মঙ্গলবার সুপ্রীমকোর্টের বিচারক জে বি এম হাসান ও বিচারক ফাতেমা নাজিবের যৌথ বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছেন সারওয়ার উদ্দীনের আইনজীবী কুমার দেবুল দে। জানা যায়, বিগত ১২ জানুয়ারি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দেন সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সারওয়ার উদ্দীন চৌধুরী। ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিম শরীফ। পরে একটি বেসরকারী ব্যাংকের পক্ষ থেকে জেলার নির্বাচন কর্মকর্তা বরাবরে আবেদন করলে শুনানি শেষে ঋণ খেলাপীর দায়ে ১৯ জানুয়ারি সারওয়ারের মনোনয়নপত্র বাতিল করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আপীল নিষ্পত্তি অফিসার মোঃ জাহাঙ্গীর। আদেশের বিরুদ্ধে সারওয়ার সুপ্রীমকোর্টে রিট দায়ের করলে মঙ্গলবার দুইজন বিচারকের যৌথ বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
×