ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতারক কাতারী জামাই অবশেষে গ্রেফতার

প্রকাশিত: ০০:১৪, ২৭ জানুয়ারি ২০২২

প্রতারক কাতারী জামাই অবশেষে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ নাম তার শাকিল মাহমুদ আজাদ। তিনি বরুড়া উপজেলার অশ্বদিয়া গ্রামের আবু হানিফের ছেলে। তিনি কাতারে বড় মাপের ব্যবসায়ী ও চাকরিজীবী পরিচয়ে দেশের ৭টি জেলায় দরিদ্র ও অসচ্ছল পরিবারে প্রতারণার মাধ্যমে করেছেন ৭টি বিয়ে। এসব পরিবারের নিকট তিনি কাতারী জামাই হিসেবে পরিচিত। তার ওইসব শ্বশুরবাড়িসহ এলাকার লোকজনকে কাতারে নিয়ে ভাল চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে বাগেরহাটের ৫ম স্ত্রী ও পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাকে ধরতে অভিযানে নামে র‌্যাবের একটি টিম। মঙ্গলবার গভীর রাতে তাকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ^রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বিয়ে প্রতারক শাকিল মাহমুদ আজাদ (২৯) পরিচয় গোপন রেখে খুলনা, রাজশাহী, নীলফামারী, ফরিদপুর, বাগেরহাট, চট্টগ্রাম ও কুমিল্লাসহ ৭টি জেলায় দরিদ্র পরিবারকে টার্গেট করে ৭টি বিয়ে করেন। তিনি নিজেকে কাতারে বড় মাপের ব্যবসায়ী ও চাকরিজীবী পরিচয়ে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্নজনের সাথে প্রথমে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং হতদরিদ্র পরিবারের মাঝে দান-অনুদান প্রদান করে দানবীর ব্যক্তি সেজে এলাকার মানুষের মাঝে বিশ^াস অর্জন করতেন। এসব এলাকায় তিনি কাতারী জামাই হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
×