ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা

প্রকাশিত: ০০:০৮, ২৭ জানুয়ারি ২০২২

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছরও হয়নি লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০২০ সালের মার্চে পাল্লেকেলেতে উইন্ডিজের বিপক্ষে শেষ মাঠে নামেন কিংবদন্তি এ ডানহাতি পেসার। করোনায় ওই বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ^কাপ স্থগিত না হলে হয়তো আরও কিছুদিন দেখা যেত। বিজাতীয় এ্যাকশনের অধিকারী ৩৮ বছর বয়সী এ সুপারস্টার এবার ভিন্ন ভূমিকায় জাতীয় দলে ফিরছেন। দ্য শ্রীলঙ্কা আইল্যান্ড বোর্ডের (এসএলসি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে। অস্ট্রেলিয়ায় অক্টোবর-নবেম্বরে টি২০ বিশ^কাপ সামনে রেখে লঙ্কান ক্রিকেটের উপদেষ্টা কমিটি মালিঙ্গাকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োদের জন্য কার্যনির্বাহী কমিটিকে সুপারিশ করেছে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলঙ্কা। তার আগেই মালিঙ্গাকে চায় উপদেষ্টা কমিটি। মালিঙ্গা শ্রীলঙ্কা তো বটেই আধুনিক সময়েরই অন্যতম সেরা পেসার, বিশেষ করে টি২০তে। ছোট্ট ফরমেটে অনেক রেকর্ড তার দখলে। মালিঙ্গাকে কোচিং প্যানেলের সব সদস্য সাদরে গ্রহণ করতে পারবেন কি না, সেই প্রশ্ন থাকছে। কারণ খেলোয়াড়ি জীবনে ড্রেসিং রুমে তার আচরণে অনেকেইে সন্তুষ্ট ছিলেন না। ধারণা করা হচ্ছে গ্রেট মাহেল জয়াবর্ধনের পরামর্শে মালিঙ্গাকে যুক্ত করতে যাচ্ছে এসএলসি।
×