ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোচ সিডন্সকে নিয়ে বিসিবির পরিকল্পনা

প্রকাশিত: ০০:০৭, ২৭ জানুয়ারি ২০২২

কোচ সিডন্সকে নিয়ে বিসিবির পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ টাইগারদের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স ব্যাটিং পরামর্শক হয়ে আবারও বাংলাদেশে আসছেন। তবে তিনি কোন দল বা কোন পর্যায়ে কাজ করবেন, তা এখনও নিশ্চিত নয়। বিসিবি অবশ্য জাতীয় দলের জন্যই তাঁকে বেশি কাজে লাগাতে চায়, ‘সিডন্সের সঙ্গে চুক্তি নিশ্চিত হয়েছে অনেক আগে। তাকে আমরা ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এখনও চূড়ান্ত হয়নি কোন জায়গায় তিনি কাজ করবেন। মেইনস্ট্রিমে কাজ করবেন, নাকি অন্য জায়গায় পরামর্শক হিসেবে কাজ করবেন তা এখনও ঠিক হয়নি। তবে আমরা বিশেষ করে চাইব মেইনস্ট্রিমেই কাজ করুক।’ বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সিডন্স যখন ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন, তখন নানা আলোচনা জাতীয় দলের প্রধান কোচের পদ নিয়ে। যেহেতু সিডন্স অতীতে সফল ছিলেন, তাই এবারও তাকে প্রধান কোচের আসনের জন্য বিবেচনা করা হচ্ছে কি না? ‘জেমি অনেক সিনিয়র কোচ। তার থেকে আমরা সহায়তা পাব। ব্যাটিং কোচ হিসেবে আসছে, আমরা তাকে ব্যাটিং কোচ হিসেবেই বিবেচনা করছি। ভবিষ্যতে তাকে নিয়ে কী চিন্তা করব না করব তা এখন বলতে পারছি না।’ বর্তমান ব্যাটিং কোচ এ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে চুক্তি আগামী অক্টোবর-নবেম্বরে টি২০ বিশ^কাপ পর্যন্ত, ‘প্রিন্স অবশ্যই থাকছে, এখনও চুক্তি আছে। তাকে কোথায় কাজে লাগানো যায় সেটাও চিন্তাভাবনা করা হচ্ছে।’ যোগ করেন তিনি। পিএসএল শুরুর আগে স্টেডিয়ামে আগুন স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের ঘরোয়া টি২০ লীগ পিএসএলের সপ্তম আসর। তার আগে ঘটল অনাকাক্সিক্ষত এক ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুন লেগেছিল করাচি ন্যাশানল স্টেডিয়ামে। তবে বড় কোন ক্ষয়ক্ষতির আগেই আগুন নেভানো সম্ভব হয়। পিএসএল উপলক্ষে সাজানো ধারাভাষ্য কক্ষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হতাহত হননি। একাধিক স্টাফ ও ক্রিকেটার করোনা আক্রান্ত হলেও করাচিতে আজ মুলতান সুলতান ও করাচি কিংস ম্যাচ দিয়ে পর্দা উঠবে পিএসএলের। আসরে বাকি চার দল ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
×