ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর গাড়ি ধাওয়া

প্রকাশিত: ২৩:৫৮, ২৭ জানুয়ারি ২০২২

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর গাড়ি ধাওয়া

করোনার টিকাবিরোধী বিক্ষোভকারীদের কবলে পড়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা তাকে বহনকারী গাড়িটি ধাওয়া করে। তবে ওই ঘটনার পর জাসিন্ডা বলেছেন, তিনি কখনও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না। খবর দ্য গার্ডিয়ানের। গত সপ্তাহে ঘটে যাওয়া ওই ঘটনার ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, ‘শেম অন ইউ’ বলে স্লেøাগান দিচ্ছে বিক্ষোভকারীরা। কেউবা ‘উই ডু নট কনসেন্ট’ বলে টিকা নিতে নিজেদের অস্বীকৃতি জানান দিচ্ছে। একটি গাড়ির ভেতর থেকে ভিডিও ধারণ করা একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘জাসিন্ডা আছে। এটা মজার ঘটনা।
×