ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডা উপকূলে নৌকা উল্টে নিখোঁজ ৩৯

প্রকাশিত: ২৩:৫৪, ২৭ জানুয়ারি ২০২২

ফ্লোরিডা উপকূলে নৌকা উল্টে নিখোঁজ ৩৯

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, তারা ফ্লোরিডার উপকূলে আটলান্টিক মহাসাগরে উল্টে যাওয়া একটি নৌকার নিখোঁজ ৩৯ আরোহীর খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। বাহামাস থেকে আসা নৌকাটি স্থানীয় সময় শনিবার রাতে উল্টে যায় বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স শহর থেকে ৭২ কিলোমিটার দূরে মৎসজীবীরা উল্টে যাওয়া নৌকার ওপর এক ব্যক্তিকে দেখতে পাওয়ার পর উদ্ধারকারীরা মঙ্গলবার সকালে ঘটনার খবর পায়। ওই ব্যক্তি জানায়, সে শনিবার রাত থেকে উল্টে যাওয়া নৌকাটি আকড়ে ধরে আছে। নৌকাটি বাহামাসের বিমিনি থেকে তাকেসহ মোট ৪০ জন আরোহী নিয়ে রওনা হয়ে উত্তর দিকে এগোনোর পথে খারাপ আবহাওয়ার মধ্যে উল্টে যায়। টুইটারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের পোস্ট করা একটি ছবিতে ওই ব্যক্তিকে উল্টে যাওয়া একটি নৌকার খোলের ওপর বসে থাকতে দেখা গেছে। কোস্টগার্ড জানিয়েছে, ফোর্ট পিয়ার্স থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে সাগরে নৌকাটি উল্টে গিয়েছিল। এটি কী ধরনের নৌকা ছিল নিউইয়র্ক টাইমস তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার করতে পারেনি। নৌকাটির আরোহীদের কারও পরনে লাইফ জ্যাকেট ছিল না বলে কোস্টগার্ড জানিয়েছে।
×