ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে তিন চীনা নাগরিক ও শিশু করোনা আক্রান্ত

প্রকাশিত: ২৩:২৪, ২৭ জানুয়ারি ২০২২

নীলফামারীতে তিন চীনা নাগরিক ও শিশু করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ নীলফামারীতে তিন বছরের শিশু ও তিন চীনা নাগরিকসহ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সাতক্ষীরায় দুই ডোজ ও বুস্টার নেয়া রোগীরা আক্রান্তসহ করোনা উপসর্গ নিয়ে তিন জন, যশোরে করোনায় একজন ও উপসর্গ নিয়ে দু’জন ও চট্টগ্রামে দু’জনের মৃত্যুসহ রাজশাহীতে করোনা শনাক্তের হারসহ বাড়ছে শীতজনিত রোগ। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। নীলফামারী জেলা সদরের উত্তরা ইপিজেডের একটি শিল্পকারখানায় কর্মরত তিন চীনা নাগরিক ও শহরের প্রগতিপাড়ার ৩ বছরের এক শিশুসহ নতুন করে ৬২ জন করোনা আক্তান্ত হয়েছে। বুধবার সিভিল সার্জন জাহাঙ্গীর কবীর জানান, পিসিআর ল্যাবে ৫ নমুনায় উত্তরা ইপিজেডের দুই চীনা নাগরিকসহ ৫ জন করোনা আক্রান্ত হয়। সাতক্ষীরা ॥ গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৭১ জন। তাদের মধ্যে ডবল ডোজ ও বুস্টার নেয়া রোগীও রয়েছেন। শতকরা হিসাবে আক্রান্তের সংখ্যা ২৯ দশমিক ৮৩ ভাগ। রাজশাহী ॥ বিভাগে একদিনে আরও ১ হাজার ৮৮ রোগী শনাক্ত হয়েছেন। এটি করোনা শনাক্তে বিভাগের নতুন রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় ৮৮২ জনের করোনা শনাক্ত হয়েছিল। চট্টগ্রাম ॥ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে দুজনের। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানান, প্রায় ছয় মাস পর একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে।
×