ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানুষের ত্বক ও প্লাস্টিকে সবচেয়ে বেশি সময় বাঁচে ওমিক্রন

প্রকাশিত: ২৩:২৪, ২৭ জানুয়ারি ২০২২

মানুষের ত্বক ও প্লাস্টিকে সবচেয়ে বেশি সময় বাঁচে ওমিক্রন

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার ওমিক্রন ধরন প্লাস্টিক ও মানুষের ত্বকের ওপর সবচেয়ে বেশি সময় বাঁচতে পারে। বুধবার প্রকাশিত এক জাপানী বিজ্ঞানীর গবেষণায় এ কথা বলা হয়েছে। কিয়েটো ইউনিভার্সিটি অব মেডিসিনের একদল গবেষক বলেছেন, বেঁচে থাকার ক্ষেত্রে সকল ধরনকে ছাড়িয়েছে ওমিক্রন। এ ধরন প্লাস্টিকের ওপর ৮ দিন এবং ত্বকের ওপর অন্তত ২১ ঘণ্টা সময় পর্যন্ত বাঁচতে পারে। বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ৩৫ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৭৫ জন। মৃত্যু ৫৬ লাখ ৩৬ হাজার ৫২৬ জন। মোট সুস্থ হয়েছে ২৮ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ২৭৫ জন। খবর এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার্সের। তাই ওমিক্রন থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জাপানী বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, ‘প্লাস্টিক ও মানুষের ত্বকের ওপরিভাগে, আলফা, বিটা, ডেল্টা এবং ওমিক্রন ধরন চীনের উহানে শনাক্ত ধরনের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় বেঁচে থাকে। তবে ওমিক্রন মানুষের ত্বকে সংক্রমণতা বজায় রাখে ১৬ ঘণ্টারও বেশি সময়। যেহেতু ত্বকে দীর্ঘক্ষণ বেঁচে থাকে ওমিক্রন তাই গবেষকরা বলছেন ওমিক্রন শনাক্তে নাকের সোয়াব থেকেই কার্যকর ফল পাওয়া যায়।’ ওমিক্রন ঝুঁকি এখনও অনেক বেশি ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনার ওমিক্রন ধরন সংক্রান্ত ঝুঁকি এখনও অনেক বেশি। করোনা বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সংস্থাটি মঙ্গলবার সাপ্তাহিক বৈঠকে বলেছে, গত এক সপ্তাহে দুই কোটি ১০ লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে , যা মহামারী শুরুর পর সর্বোচ্চ। একইসঙ্গে গত এক সপ্তাহে করোনায় বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজার লোক মারা গেছে। স্বাস্থ্য সংস্থা আরও বলছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে বিশ্বে এখন ওমিক্রনই তার আধিপত্য বাড়িয়ে চলেছে। ডেল্টার সংক্রমণ কমে এসেছে। আলফা, বিটা ও গামার সংক্রমণ একেবারেই নিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডব্লিউএইচও আরও বলছে, যেসব দেশে ২০২১ সালের নবেম্বরে ও ডিসেম্বরে ওমিক্রনের সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছিল সেসব দেশে এখন কমে এসেছে। সংস্থাটি বলছে, বর্তমানে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনও অনেক বেশি রয়ে গেছে।
×