ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিকা কেনার খরচ সংসদে জানাতে অপারগতা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ২৩:২৩, ২৭ জানুয়ারি ২০২২

টিকা কেনার খরচ সংসদে জানাতে অপারগতা স্বাস্থ্যমন্ত্রীর

সংসদ রিপোর্টার ॥ আবারও করোনার টিকা কেনার খরচ সংসদে জানাতে অপারগতা প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ‘নন-ক্লোজার এগ্রিমেন্টে’র মাধ্যমে ভ্যাকসিন কেনার কারণে সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না বলে তিনি জানিয়েছেন। সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে প্রতিযোগিতামূলক মূল্যে ভ্যাকসিন কেনা হয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী দুইবার সংসদে ভ্যাকসিন কেনার খরচ প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন। অবশ্য সংসদে না জানালেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতবছর জুলাই মাসে ভ্যাকসিন কেনাসহ কোভিড-১৯ চিকিৎসায় সরকারের ব্যয় গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করা হয়েছিল।
×