ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাস্টমস দিবসে ‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন যারা

প্রকাশিত: ২১:৪২, ২৭ জানুয়ারি ২০২২

কাস্টমস দিবসে ‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন যারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তা ও তিন অংশীজনকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেয়া হয়েছে। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। পুরস্কারপ্রাপ্ত এনবিআরের ১৭ কর্মকর্তা হলেন- ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেট শওকত আলী সাদী, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ আবদুল হাকিম, সিনিয়র সিস্টেম এনালিস্ট মোঃ ফজলুর রহমান, চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ তাফসির উদ্দিন, এনবিআরের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের যুগ্ম কমিশনার এস এম শামসুজ্জামান, ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার আয়েশা আক্তার, এনবিআরের কাস্টমস মূল্যায়নের দ্বিতীয় সচিব রাকিবুল হাসান, ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার মোঃ খায়রুল আলম, এনবিআরের মূসক আইন বিভাগের দ্বিতীয় সচিব কাজী রেজাউল হাসান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের ডেপুটি কমিশনার সমরজিৎ দাস, এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনার দ্বিতীয় সচিব সম্প্রীতি প্রমানিক, কমলাপুর আইসিডি কাস্টম হাউসের ডেপুটি কমিশনার নূর-এ-হাসনা সানজিদা আনুসূয়া, চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম, ঢাকা কমিশনারেটের সহকারী কমিশনার মো মাহবুবুল আলম, ভ্যাট গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও এনবিআরের সিআইসির সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ মজিবুর রহমান। এছাড়া অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বেনাপোল কাস্টম হাউসকে অংশীজন হিসেবে অবদান রাখার জন্য সার্টিফিকেট অব মেরিট ও সম্মাননা স্মারক দেয়া হয়েছে।
×