ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুকতারা সোনিয়া

সুখী দাম্পত্যের চাবিকাঠি

প্রকাশিত: ২১:৩৬, ২৭ জানুয়ারি ২০২২

সুখী দাম্পত্যের চাবিকাঠি

বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিবাহের মাধ্যমে একজন নারী ও পুরুষ দাম্পত্য জীবনে প্রবেশ করে। অনেক আশা-আকাঙ্খা, স্বপ্ন, ভালো লাগা ও ভালোবাসার সমন্বয়ে সংসার গড়ে ওঠে। সংসার জীবনে নানান চড়াই-উৎড়াই পাড়ি দিতে হয়। প্রতিটা সংসারেই স্বাভাবিক দাম্পত্য কলহ বা মন খারাপের ঘটনা ঘটে থাকে। সাধারণত মতের অমিল হওয়া, আর্থিক সংকট, স্বেচ্ছাচারী মনোভাব, অতিরিক্ত নিয়ন্ত্রণ করা, একগুঁয়ে ও গা ছাড়া মনোভাব প্রভৃতি আচরণ ও বাস্তবতা দাম্পত্য বিবাদের সূচনা করে। কোনো কোনো পরিবারে বয়োঃজেষ্ঠ্য ব্যক্তিরা একত্রে বসে আলাপ-আলোচনা আপোষ-মীমাংসার মাধ্যমে বিষয়টির সুরাহা করে থাকেন। কিছু সম্পর্ক সাময়িকভাবে ঠিকঠাক হলেও পরবর্তীকালে সমস্যা আরো বাড়তে থাকে। এক পর্যায়ে বৈবাহিক বন্ধন ছিন্ন হয়। এর ফলে ভুক্তভোগী হয় সন্তানেরাই। বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন সন্তানের ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব ফেলে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে, প্রতিটা মানুষ স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে। সব বিষয়ে মতের মিল হবে না, এটাই স্বাভাবিক। দাম্পত্য সম্পর্ক পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার মাধ্যমে টিকে থাকে। তবে একেবারেই সম্পর্ক রক্ষা করা না গেলে এর থেকে মুক্তি নেওয়া উচিত। কারণ মৃত সম্পর্ক এক সময় তিলে তিলে জীবন শেষ করে দেয়। সম্পর্ক তিক্ততার পর্যায়ে যাওয়ার আগেই লাগাম টেনে ধরতে হবে। একে-অপরকে বুঝতে হবে, ইচ্ছা-অনিচ্ছা,চাওয়া-পাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া অতিরিক্ত নিয়ন্ত্রণ করার স্বভাব বাদ দিতে হবে। মনে রাখতে হবে, বন্ধন মানেই কাউকে নিজের ইচ্ছাগুলো চাপিয়ে দেওয়া নয়। বরং পরস্পরের সহযোগিতাপূর্ণ আচরণ সংসারে সাচ্ছন্দ্য এনে দিতে পারে। এটাই সুখী দাম্পত্যের চাবিকাঠি। ঢাকা থেকে
×