ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেহেরপুরের ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৪ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ২১:০৯, ২৬ জানুয়ারি ২০২২

মেহেরপুরের ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৪ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা থেকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০১৯ এ জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন। বুধবার (২৬ জানুয়ারী) দুপুরে গাংনী উপজেলার পোড়াপাড়া থেকে শুরু করে বামন্দী গিয়ে অভিযান শেষ হয়। অভিযান সুত্রে জানা গেছে, আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পোড়াপাড়ার মোয়াজ্জেম ব্রীক্স, আরএসবি, ফাইফ স্টার ও বামন্দীর এমএসআরএফএল ও বিজিএল বিক্সস থেকে আড়াই লাখ করে এবং বামন্দীর সিবিএল ব্রিক্সস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে এবং কয়লার বদলে কাঠ পোড়ানোর অভিযোগে অভিযান চালানো হয়। এ অভিযান চলমান বলেও জানান তিনি। ইটভাটা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আইন লঙ্ঘণ করে ইটভাটা চালালো আইনের আরও কঠোর প্রয়োগ করা হবে।
×