ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শাবি ভিসির পদত্যাগের দাবিতে ইবি শিক্ষকের মৌন প্রতিবাদ

প্রকাশিত: ১৮:০৯, ২৬ জানুয়ারি ২০২২

শাবি ভিসির পদত্যাগের দাবিতে ইবি শিক্ষকের মৌন প্রতিবাদ

ইবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে মৌন প্রতিবাদ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ও শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ইনজামুল হক সজল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে অবস্থান নিয়ে মৌন প্রতিবাদ জানান তিনি। এসময় মো. বাশার নামের একই বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে অংশ নেন। ইনজামুল প্ল্যাকার্ডে তার জ্ঞানার্জনের বিদ্যাপীঠ শাবিপ্রবিকে রক্ষা করার আকুতি জানান। একইসাথে ভিসি কাছে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এর মধ্যে রয়েছে, ‘ছাত্রদের জীবনের চেয়ে কি পদ বড়?’, ‘আস্থা ছাড়া পদের মূল্য কী?’, ‘ছাত্রদের অভুক্ত রেখে খাবার হজম হয়তো?’ এদিকে শিক্ষার্থী বাশার শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবি করার যুক্তি তুলে ধরে লিখেছেন, ‘যে ভিসিগুলো মারে, সে ভিসি চাই না’, ‘যে ভিসি ক্ষমতা লোভী, সে ভিসি চাই না’। একই সঙ্গে শাবিপ্রবি রক্ষার আবেদন জানিয়ে শিক্ষার্থীবান্ধব উপাচার্যের দাবি জানান তিনি। মুজিব ম্যুরালে দাঁড়িয়ে থাকা বাশারের প্ল্যাকার্ডে দেখা যায় আক্ষেপের সুর। লাল কালিতে তিনি লিখেছেন ‘আমার মুজিব তো এমন শিক্ষক চাননি।’ এ বিষয়ে ইনজামুল হক বলেন, ‘শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে হামলা চালানো লজ্জাজনক বিষয়। শিক্ষার্থীরা যেখানে একজন ভিসির উপর অনাস্থা প্রকাশ করে সেখানে কীভাবে একজন ভিসি চেয়ারে বসে থাকেন। শাবিপ্রবি ভিসি শিক্ষার্থীদের ওপর যে অত্যাচার করছেন, সে কারণে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। শিক্ষকদের সম্মানার্থে উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছি।’
×