ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ॥ কবিতা খানম

প্রকাশিত: ১৭:১৯, ২৬ জানুয়ারি ২০২২

প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ॥ কবিতা খানম

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বুধবার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু খায়ের, জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মোত্তালিব, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রোকসানা বেগম প্রমুখ। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, আগামী ৩১ শে জানুয়ারী সারাদেশে ২শ ৭৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। তিনি বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাব সহায়তা করবে। তিনি আরও বলেন, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হলে জাল ভোট দেয়ার সুযোগ থাকবে না। এজন্য ২৯ শে জানুয়ারী কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের জনসচেতনতা সৃষ্টি ও ইভিএম ব্যবহার সর্ম্পকে ধারণা প্রদান করা হবে। তিনি আরও উল্লেখ করেন, আগামী শুক্রবার মসজিদে মসজিদে খুৎবার পূর্বে এবং বিভিন্ন উপসানলয়ে ইভিএম ব্যবহার সর্ম্পকে জনসচেনতা সৃষ্টি করতে পদক্ষেপ নেয়া হয়েছে।
×