ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পদ্মভূষণ অর্জন করলেন মাইক্রোসফটের নাদেলা ও গুগলের পিচাই

প্রকাশিত: ১৬:১৪, ২৬ জানুয়ারি ২০২২

পদ্মভূষণ অর্জন করলেন মাইক্রোসফটের নাদেলা ও গুগলের পিচাই

অনলাইন ডেস্ক ॥ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব অর্জন করলেন দুই ভারতীয় বংশোদ্ভুত প্রযুক্তি কাণ্ডারী। মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলা এবং অ্যালফাবেটের সিইও সুন্দার পিচাইয়ের নাম রয়েছে এ বছরের পদ্ম খেতাব প্রাপ্তদের তালিকায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তালিকা ঘোষণা করে। এতে পদ্মবিভূষণ খেতাবে ভূষিত চারজন এবং পদ্মভূষণ খেতাব প্রাপ্ত হিসেবে ১৭ জনের নাম রয়েছে। পদ্মভূষণ খেতাব প্রাপ্তদের তালিকায় একাদশ ও দ্বাদশ নাম যথাক্রমে মাইক্রোসফট ও অ্যালফাবেট প্রধানের। সাত্যিয়া নাদেলা মাইক্রোসফটে গোটা প্রতিষ্ঠানের মনোযোগ ক্লাউড কম্পিউটিংয়ে সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্লাউড প্রধান থাকাকালে তার বিভাগটিই মাইক্রোসফটের সবচেয়ে বড় অর্থকরী বিভাগ হয়ে ওঠে। সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং এর পর স্টিভ বলমারের পর প্রতিষ্ঠানের ইতিহাসে তৃতীয় সিইও হিসেবে মাইক্রোসফটের দায়িত্ব নেন ২০১৪ সালে। সুন্দার পিচাই ২০০৪ সালে গুগলে যোগদান করেন। ২০১৫ সালের ২০ আগস্ট তাকে গুগলের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পণ্য প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। প্রধান নির্বাহী হিসেবে তিনি গুগল ক্রোম ব্রাউজার, ক্রোম অপারেটিং সিস্টেম, গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল ম্যাপের তদারকি করেছেন। এরপর ২০২০ সালের শুরুতেই গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহীর দায়িত্বও আসে পিচাইয়ের হাতে। নাদেলা এবং পিচাইকে বিবেচনা করা হয় সিলিকন ভ্যালিসহ পাশ্চাত্যে ভারতীয় বংশোদ্ভুতদের নেতৃত্ব ও সাফল্যের প্রতীক হিসেবে।
×