ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সব গানের স্বত্ব ২০ কোটি ডলারে বিক্রি করে দিলেন বব ডিলান

প্রকাশিত: ১৬:০৪, ২৬ জানুয়ারি ২০২২

সব গানের স্বত্ব ২০ কোটি ডলারে বিক্রি করে দিলেন বব ডিলান

অনলাইন ডেস্ক ॥ বব ডিলান তার রেকর্ড করা সঙ্গীতের সব ক্যাটালগ সনি মিউজিকের কাছে বিক্রি করেছেন। বব ডিলানের সঙ্গে এ চুক্তি কী পরিমাণ অর্থে, তা সনি প্রকাশ না করলে এই অঙ্ক ২০ কোটি ডলারের বলে ধারণা দেওয়া হয়েছে সিএনএনের এক প্রতিবেদনে। সনি মিউজিক এন্টারটেইনমেন্ট সোমবার এক বিবৃতিতে নোবেলজয়ী ডিলানের সঙ্গে তাদের ‘মাইলফলক’ চুক্তির খবরটি জানিয়েছে, যদিও গত বছরের জুলাইয়েই তা চূড়ান্ত হয়েছিল। সনি মিউজিক জানিয়েছে, ডিলানের স্ব-শিরোনামযুক্ত প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০২০ এর ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ পর্যন্ত, এক কথায় ১৯৬২ সাল থেকে বব ডিলানের রেকর্ড করা কাজের সম্পূর্ণ অংশের স্বত্বই তারা পেয়েছে। সেই সঙ্গে ডিলানের ভবিষ্যতের একাধিক অ্যালবামের অধিকারও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে তারা। আমেরিকান সঙ্গীতের কাব্যময় পরিবেশনার জন্য ২০১৬ সালে বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার আগে ২০০৮ সালে তিনি পেয়েছিলেন পুলিৎজার পুরস্কার।
×