ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাক্টেরিয়া ও মারামারি ৯ জেব্রা মৃত্যুর কারণ

প্রকাশিত: ০১:০৭, ২৬ জানুয়ারি ২০২২

ব্যাক্টেরিয়া ও মারামারি ৯ জেব্রা মৃত্যুর কারণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রাণঘাতী ব্যাক্টেরিয়ার আক্রমণ ও নিজেদের মধ্যে মারামারি করে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নয়টি জেব্রা মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২২ দিনের ব্যবধানে নয়টি জেব্রার মৃত্যুর কারণ খুঁজতে নমুনা পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে বিশেষজ্ঞদলের দিনব্যাপী পর্যালোচনার পর মঙ্গলবার বিকেলে পার্কে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। ঐরাবত বিশ্রামাগারে পার্ক প্রকল্পের পরিচালক মোঃ জাহিদুল কবির বলেন, নয়টি জেব্রার মৃত্যুর কারণ উদ্ঘাটিত হয়েছে। সব প্রতিবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে বিশেষজ্ঞদল জানিয়েছেন, পাঁচ ধরনের ব্যাক্টেরিয়ার আক্রমণে পাঁচটি জেব্রার এবং চারটি নিজেদের মধ্যে মারামরি করে মারা গেছে।
×