ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাইভেটকারে সাত বিষধর সাপ

প্রকাশিত: ২৩:৫৬, ২৬ জানুয়ারি ২০২২

প্রাইভেটকারে সাত বিষধর সাপ

মাদকবিরোধী অভিযান নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর সড়ক সেতুর কাছ ভৈরবে হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেটকার থেকে মাদকের বদলে পেল ৭টি বিষধর সাপ। এ সময় সাপ পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ চালক মাসুদ রানাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ভৈরবে হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর সড়ক সেতুর কাছে মাদক আছে সন্দেহে একটি প্রাইভেটকার আটক করে। তল্লাশি করতে গাড়ির ব্যাকঢালা খুলতেই পুলিশ দেখতে পায় ৯টি সাপের বাক্স রয়েছে। বাক্স খুলতে গেলে ফণা তোলে বিষধর সাপগুলো। হবিগঞ্জ হাসপাতালে নবজাতক বদল ॥ তদন্ত শুরু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় আধাঘণ্টা আগে-পরে জন্ম নেয়া নবজাতক বদল নিয়ে ৬ ঘণ্টা ধরে গোলমালের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মীমাংসা করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাসপাতালে এ গোলমাল চলে। ভুলক্রমে নাকি ইচ্ছাকৃতভাবে নবজাতক বদলানো হয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাসপাতালে একটি ছেলে নবজাতকের জন্ম দেন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের ফেরদৌসী আক্তার। এর আধাঘণ্টা পরে সেখানে আরেকটি মেয়ে নবজাতকের জন্ম দেন আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মাসুম মিয়ার স্ত্রী। শিশুদের স্পেশাল কেয়ার নিউবর্ণ ইউনিটে (স্ক্যানু) রাখা হয় দুটি বাচ্চাকেই। মায়েরা ভর্তি ছিলেন হাসপাতালের গাইনি ওয়ার্ডে।
×