ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ত্রী-সন্তানের হুমকিতে বাড়িছাড়া প্রবাস ফেরত বৃদ্ধ

প্রকাশিত: ২৩:৫৩, ২৬ জানুয়ারি ২০২২

স্ত্রী-সন্তানের হুমকিতে বাড়িছাড়া প্রবাস ফেরত বৃদ্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে প্রবাস ফেরত বৃদ্ধ পিতা কফিল উদ্দিন। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তার স্ত্রী ও ছেলে সহায়-সম্পত্তি তাদের নামে লিখে দেয়ার জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। সম্পত্তি লিখে দেয়ার জন্য স্ত্রী ও ছেলে নির্যাতনের একপর্যায়ে তাকে পানীয়ের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়। পরে অজ্ঞান অবস্থাতেই টিপসই নিয়ে তারা তার জায়গা-জমি লিখে নেয়। বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন আরও জানান, পরবর্তীতে আঙ্গুলে কালি দেখতে পেয়ে তিনি সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে জানতে পারেন তার জায়গা-জমি স্ত্রীসহ সন্তানের নামে লেখা হয়ে গেছে। বিষয়টি উপজেলা কর্মকর্তার কাছে গিয়ে খুলে বলে উপজেলা কর্মকর্তার পরমার্শে তিনি বাঞ্ছারামপুর থানায় একটি জিডি করেন। এরপর থেকে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত ৩ জানুয়ারি আদালতে এ বিষয়ে তিনি একটি মামলাও করেছেন। আদালত তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না করায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
×