ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘মানবিক নীতি এখানে এবং এখন’ প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত: ২৩:১৮, ২৬ জানুয়ারি ২০২২

‘মানবিক নীতি এখানে এবং এখন’ প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ‘মানবিক নীতি এখানে এবং এখন’ শীর্ষক মাসব্যাপী আলোকচিত্রও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে মঙ্গলবার। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, ইনাটরন্যাশনাল কমিটি অব রেডক্রস ও মুক্তিযুদ্ধ জাদুঘর। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। মানবিক নীতির গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রদর্শনী দর্শকের মধ্যে মানবতার জন্য কাজ করার মানসিকতা তৈরিতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, যুদ্ধ বা জলবায়ু পরিবর্তনের কারণে বিশ^জুড়ে মানুষ যাতে বাস্তচ্যুত না হয় সে ব্যবস্থা নেয়া উচিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এই প্রদর্শনীর আয়োজনের জন্য সুইজারল্যান্ড দূতাবাস, আইএসআরসি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধন্যবাদ জানান। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বলেন, মানবিক নীতিগুলি সুইস জনগণ হৃদয় দিয়ে অনুভব করে এবং এই অসামান্য মানবিক মূল্যবোধের ভিত্তিতেই ১৯৭০ সালের গোড়ার দিক থেকে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের বন্ধুত্ব গড়ে উঠেছে। তিনি আরও বলেন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশ যখন দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন করছে, তখন যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনী আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। প্রদর্শিত ছবিগুলোতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং বিগত ৫০ বছর ধরে বাংলাদেশে আইসিআরসি-এর কর্যক্রমের প্রতিফলন এবং পাঁচ দশক ধরে বাংলাদেশে সুইজারল্যান্ডের মানবিক কার্যক্রমের প্রতিফলন ঘটেছে। এছাড়াও ১০ জন সুইস আলোকচিত্রির লেন্সের মধ্য দিয়ে দেখা দৈনন্দিন জীবনে মানবিক নীতিমালার প্রতিফলন ঘটেছে তাদের নির্মিত ১০টি শর্ট ফিল্মে। পুরস্কারপ্রাপ্ত ৬টি আলোকচিত্রও রয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনী ২৫ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত রবিবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
×