ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৩ বিচারক ও সিভিল সার্জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ২৩:১৭, ২৬ জানুয়ারি ২০২২

১৩ বিচারক ও সিভিল সার্জন করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ নীলফামারী জেলা আদালতের ১৩ বিচারক, অতিরিক্ত পুলিশ সুপার, উত্তরা ইপিজেডের বেপজার ৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ দুই ডোজ এমনকি বুস্টার ডোজ গ্রহণ করেছিলেন। এছাড়া নেত্রকোনায় ২ ইউএনও এবং পিরোজপুরে জেলার সিভিল সার্জন করোনায় আক্রান্ত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নীলফামারী জেলা আদালতের ১৩ বিচারক, অতিরিক্ত পুলিশ সুপার, উত্তরা ইপিজেডের বেপজার ৭ কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ দুই ডোজ এমনকি বুস্টার ডোজ গ্রহণ করেছিলেন। এ নিয়ে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাব টেস্ট, র‌্যাপিড এন্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট টেস্ট রিপোর্টে জেলার ১০১ জনের নমুনা পরীক্ষায় এ রিপোর্ট পাওয়া গেছে। নেত্রকোনা ॥ জেলার দুর্গাপুর ও কেন্দুয়ার দুই উপজেলা নির্বাহী অফিসারসহ ২৪ ঘণ্টায় ৬ উপজেলায় ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১০৭টি নমুনা পরীক্ষা তারা আক্রান্ত হন। পিরোজপুর ॥ জেলার সিভিল সার্জন ডাঃ হাসানাত ইউসুফ জাকী বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নিজাম উদ্দিন এ খবর নিশ্চিত করেন। রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। অন্য দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে রাজশাহী জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। চট্টগ্রাম ॥ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ছুঁয়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ। মৃত্যু হয়েছে আরও ৩ জনের। সিভিল সার্জন কার্যালয়ের মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী- আগের দিন সোমবার বারোটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৬৮৯টি। এর মধ্যে ১ হাজার ৩৪৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তের মধ্যে ৯১৯ জন মহানগর এলাকার এবং ৪২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বগুড়া ॥ দুই সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়েছে ৩ গুণেরও বেশি। সর্বশেষে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণের হার ৫০ শতাংশ ছাড়িয়েছে। এছাড়া ১ জনের মৃত্যু হয়েছে। বাগেরহাট ॥ ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসাবে জেলায় করোনার সংক্রমণের হার ৩৭.৭০ শতাংশ। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের।
×