ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাবকে নিষেধাজ্ঞা দিতে ইইউকে চিঠি ॥ কোন প্রভাব পড়বে না- পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৫, ২৬ জানুয়ারি ২০২২

র‌্যাবকে নিষেধাজ্ঞা দিতে ইইউকে চিঠি ॥ কোন প্রভাব পড়বে না- পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র দফতরে চিঠি দেয়া হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভান স্টেফানেক ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বরাবর চিঠিটি দিয়েছেন। তিনি গত বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানকে গত বৃহস্পতিবার চিঠিটি দেন। এদিকে এ চিঠির বিপরীতে মঙ্গলবার প্রতিক্রিয়া ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চিঠির পরিপ্রেক্ষিতে শান্তিরক্ষা মিশনে কোন প্রভাব পড়বে না। জাতিসংঘ যখন শান্তিরক্ষী নেয়, যাচাই-বাছাই করেই নেয়। সুতরাং এ নিয়ে তারা চিন্তিত নন। মঙ্গলবার সকালে ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের বিদেশী বন্ধু ও লবিস্টদের বাংলাদেশ নিয়ে অনেকদিন ধরে অপপ্রচারের কারণে র‌্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলোর চিঠির কারণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন প্রভাব পড়বে না। কারণ অনেকদিন ধরে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের বিদেশী বন্ধু কিংবা তাদের লবিস্ট বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সেসব অপপ্রচারের কারণে ১২টি মানবাধিকার প্রতিষ্ঠান র‌্যাবকে নিষিদ্ধ করার জন্য গত নবেম্বর মাসে জাতিসংঘে একটি চিঠি দিয়েছে। জাতিসংঘ এটা নিয়ে কিছু করেনি। চিঠি পেয়েছে, রেখে দিয়েছে। তারা চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। আমরা দেখি এটা নিয়ে কী করা যায়। বিদেশে বাংলাদেশের বিপক্ষে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে কি না, তা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, যারা দেশের অপপ্রচার করে, তাদের অনেকে না জেনে করে। আবার অনেকে জেনে করে। প্রবাসে এত অপপ্রচার- কিন্তু তার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। এগুলো খুবই দুঃখজনক। দেশে বিভিন্ন দলমত থাকতে পারে। এক দল আরেক দলের নীতি গ্রহণ নাও করতে পারে। কিন্তু সেজন্য দেশের ক্ষতি করতে আমাদের কোন কোন প্রতিষ্ঠান আগাগোড়া লেগে থাকে। এটা খুব দুঃখজনক। এগুলো করার জন্য বিদেশীদের টাকা দেয়। তাদের বলে, এ দেশে যত ধরনের সাহায্য-সহযোগিতা, তা বন্ধ করে দেন।
×