ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ছাত্রদল ছাত্রলীগ ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ২৩:১৪, ২৬ জানুয়ারি ২০২২

বগুড়ায় ছাত্রদল ছাত্রলীগ ধাওয়া পাল্টাধাওয়া

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় মঙ্গলবার দুপুরে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ হয়। তবে পুলিশ দু’পক্ষকে শান্ত করে। শাহজালাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার সকালে বগুড়া জেলা ছাত্রদল শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন-সমাবেশ শুরু করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান জানিয়েছেন তাদের কর্মসূচীতে প্রায় ৩শ’ নেতাকর্মী অংশ নেন। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচী ছিল। সংশ্লিষ্টরা জানায়, দুপুর ১টার দিকে ছাত্রলীগের কয়েকজন ছাত্রদলের সমাবেশ স্থলের সামনে দিয়ে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে আসার সময় উত্তেজনা দেখা দেয়। ছাত্রলীগ জানায়, বিনা উস্কানিতে ছাত্রদলের কর্মসূচী থেকে উস্কানিমূলক সেøাগান ও ধাওয়া দেয়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা একসঙ্গে সেখানে গেলে ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ হয়। পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ছাত্রলীগ সেখান থেকে মিছিল করে শহরের নওয়াববাড়ি সড়কে জেলা ছাত্রদলের কার্যালয়ে যায়। তবে সেখানে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জানিয়েছে, তাদের কর্মসূচীতে ছাত্রলীগ হামলা চালায়। এতে তাদের ৪/৫ কর্মী আহত হয়েছে। অপরদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে আসার সময় ছাত্রদল মারমুখী অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তিনি বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির বিধিনিষেধের মধ্যে ছাত্রদলের কর্মসূচীর সমালোচনা করেন।
×