ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নৌকার প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ২৩:০৪, ২৬ জানুয়ারি ২০২২

নৌকার প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন প্রচারকে কেন্দ্র করে সহিংসতা চলছেই। তার মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রচার বহরে হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে মাদারীপুর উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম উদ্দিন চৌধুরীর প্রচার বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রার্থী ও তার কর্মী-সমর্থকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলসহ ২০টির অধিক গাড়ি ভাংচুর এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ঘটনাস্থলের পাশের পুকুরে ফেলে দেয়। সোমবার রাতে উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর ॥ রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপনির্বাচনে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকেরহাট- গোপালগঞ্জ মহাসড়কে উপজেলার স্লুইচগেট এলাকায় ঘটনা ঘটে।
×