ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ২৩:০৪, ২৬ জানুয়ারি ২০২২

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু ও কিশোরসহ তিনজন নিহত হয়েছে। তার মধ্যে মাদারীপুরে বালুবাহী ট্রাকচাপায় শিশু নিহত হয়েছে। এছাড়া যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় শিশু এবং কুষ্টিয়ায় কিশোর নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোঃ মিশন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলার খাসচর বাচামারা এলাকার গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিশন ওই এলাকার মিঠু মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার আগে খাসচর বাচামারা গ্রামের (আড়িয়াল খাঁ নদের পুরাতন ফেরিঘাট) বাড়ি সংলগ্ন রাস্তার পাশে খেলছিল শিশু মিশন। এ সময় বালুবাহী ড্রাম ট্রাক শিশুটিকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ॥ ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শিমুল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিমুল কাজীহাটা দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। পুলিশ জানায়, শ্যালো ইঞ্জিনচালিত ধান-গম মাড়া মেশিনের গাড়ি চালিয়ে যাওয়ার সময় সাতবাড়িয়া এলাকায় উল্টে তার নিচে চাপা পড়ে শিমুল নামে একজন নিহত হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। যশোর ॥ কেশবপুরের বাউশলা গ্রামে মায়ের কোল থেকে দৌড়ে ইজিবাইকে ধাক্কায় ৬ বছরের শিশুপুত্র তাজিম নিহত হয়েছে। জানা গেছে, উপজেলার বাউশলা গ্রামের রেজাউল করিমের স্ত্রী সড়কের পাশে গোসল করানোর সময় ৬ বছরের তাজিম মায়ের কোল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সে চলন্ত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×