ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে গৃহকরের আওতা বাড়ানো হবে ॥ মেয়র

প্রকাশিত: ২৩:০৩, ২৬ জানুয়ারি ২০২২

চট্টগ্রামে গৃহকরের আওতা বাড়ানো হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেছেন, গৃহকর বাড়বে না। শুধু করের আওতা বাড়ানো হবে। সর্বশেষ গৃহকর পুনর্মূল্যায়নে অসঙ্গতি থাকলে যে কেউ আপীল করতে পারবেন। তাদের দাবি যৌক্তিক হলে অবশ্যই সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা হবে। মঙ্গলবার চসিক স্থায়ী কমিটিসমূহের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। চসিক মেয়র বলেন, সিটি কর্পোরেশনের বিধিবিধানের আওতায় কর আদায়ের যে খাতগুলো আছে সে খাতগুলো থেকে কর আদায়ের উদ্যোগ নিতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে সম্মেলন কক্ষে চসিক কর্তৃক গঠিত স্থায়ী কমিটিসমূহের সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আগামী রমজানে যাতে দ্রব্যমূল্যের উর্ধগতি না ঘটে সে বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নগরীর বাজারগুলো নিয়মিত তদারকির মাধ্যমে মূল্যতালিকা প্রদর্শন ভেজাল মানহীন পণ্য বিক্রয় নিয়ন্ত্রণ করতে হবে। অবৈধ বাজার উচ্ছেদপূর্বক রাস্তা ও ফুটপাতে বাজার বসা বন্ধের উদ্যোগ নিতে নির্দেশনা প্রদান করে তিনি জানান, এরমধ্যে নগরীর তিনটি বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নগরীর অবশিষ্ট বাজারগুলোতেও পলিথিন ব্যবহার বন্ধে উদ্যোগ গ্রহণ করা হবে।
×