ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় নব নির্বাচিত চার চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ২৩:০২, ২৬ জানুয়ারি ২০২২

হত্যা মামলায় নব নির্বাচিত চার চেয়ারম্যান কারাগারে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ বহুল আলোচিত নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলায় চার নবনির্বাচিত চেয়ারম্যানকে পুলিশ আটক করে শ্রীঘরে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মে সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শক্তিমান চাকমাকে প্রকাশ্যে তার অফিসের সামনে সন্ত্রাসীরা গুলি করেছিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সহকারী রুপম চাকমা (৩৫) আহত হয়েছিল। আলোচিত এ হত্যা মামলার আসামিরা এত দিন পলাতক ছিলেন। পুলিশ মঙ্গলবার ওই হত্যা মামলার চার আসামিকে আটক করেছে। এরা সবাই নবনির্বাচিত চেয়ারম্যান। জেলা প্রশাসকের থেকে শপথ গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে প্রশাসকের কার্যলয়ের সামনে থেকেই তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা ১নং সাবেকক্ষণ ইউনিয়নের সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান কানন চাকমা। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস কান্তি ঘোষ ও নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার ঘটনার কথা স্বীকার করেন। এরা চারজনই আলোচিত শক্তিমান চাকমা ও তপনজ্যোতি বর্মা হত্যা মামলার আসামি বলে জানান তারা। গ্রেফতারকৃতদের ওই দিন বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে বলে পুলিশ জানায়। এদের প্রত্যেকের নামে নানিয়ারচর থানায় হত্যা মামলা রয়েছে।
×