ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ২২:৫৯, ২৬ জানুয়ারি ২০২২

ক্ষমা প্রার্থনা

সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে গালি দিয়ে অবশেষে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে এ কা- ঘটান তিনি। ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডোসির এক প্রশ্ন শুনে উত্তেজিত হয়ে পড়েন বাইডেন। পিটার ডোসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘স্টুপিড সন অব আ বিচ’। এরপর বাইডেনের এই মন্তব্যের ভিডিও অনলাইনে ভাইরাল হয়। বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এমনকি তার নিজ দলের অনেক নেতাও বিষয়টিকে ভালভাবে নেননি। এরপর সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পিটার ডোসি বলেন, গালি দেয়ার ঘটনায় ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, আমি ব্যক্তিগত আক্রমণের কারণে এসব বলিনি। খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে দ্রব্যমূল্য কমানো নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিকরা এলোমেলোভাবে প্রশ্ন করা শুরু করলে বাইডেন এ কাণ্ড করেন। ওই সময় পিটার ডোসি বাইডেনের উদ্দেশে চিৎকার করে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। তার প্রশ্ন ছিল, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে হওয়া মুদ্রাস্ফীতি বাইডেনের জন্য রাজনৈতিক দায় হতে যাচ্ছে কি না। এ সময় মাইক্রোফোনের সামনেই ডোসিকে উদ্দেশ করে বিড়বিড় করে বাইডেন বলেন, ‘মুদ্রাস্ফীতি খুবই বড় সম্পদ।’ এরপরই তিনি বলেন, ‘হোয়াট আ স্টুপিড সন অব আ বিচ’। উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে সিএনএনের সাংবাদিক জিম এ্যাকোস্টাকে ‘অভদ্র’ ও ‘ভয়ানক’ বলে আখ্যায়িত করেছিলেন।-ফক্স নিউজ অবলম্বনে।
×