ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলার লালমোহনে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংর্ঘষ হামলায় নিহত ১, আহত ৫

প্রকাশিত: ২১:৫৮, ২৫ জানুয়ারি ২০২২

ভোলার লালমোহনে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংর্ঘষ হামলায় নিহত ১, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আজগর আলী (২৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে।এ সময় আরও ৫ জেলে আহত হয়েছে। মঙ্গলবার বিকালে লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮নং চরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা নদীতে মাছ ধরতে যায়। মঙ্গলবার বিকালের দিকে ওই জেলেরা তাদের ফেলে রাখা জাল তুলতে থাকে। এসময় লালমোহনের বাত্তির খাল এলাকার নয়ন মাঝির নৌকা থেকে ৭-৮ জন মিলে ওই জালের ওপর জাল ফেলতে থাকে। এর প্রতিবাদ করলে নয়ন মাঝির নৌকার জেলেরা ক্ষিপ্ত হয়ে মতিন মাঝির মাছ ধরা নৌকাতে থাকা জেলেদের ওপর হামলা করে। হামলায় আজগীর আলী গুরুতর আহত হয়। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত আজগর আলী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদের ছেলে। এছাড়াও এসময় আহত হয় মতিন মাঝি, কামাল, রাসেল, জহুর ও ছলেমানসহ ৫ জন। রাত পৌনে ৮ টার লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জেলে আজগর আলী নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
×