ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবনে আগুন

প্রকাশিত: ২০:৪৫, ২৫ জানুয়ারি ২০২২

কালীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবনে আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভান। আগুনে ওই কার্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে থাকা কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ জানান, পরিবার পরিকল্পনা কার্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে ১৯৯০ থেকে ৯৫ সালের বিভিন্ন কাগজপত্র রাখা ছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎ ওই কক্ষে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালীগঞ্জ স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ওই কার্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে থাকা কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম আহমেদ জানান, অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×