ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামুর হেডম্যান হত্যাকান্ডে জড়িত দুই সন্ত্রাসী আলীকদম থেকে গ্রেফতার

প্রকাশিত: ১৯:৫০, ২৫ জানুয়ারি ২০২২

রামুর হেডম্যান হত্যাকান্ডে জড়িত দুই সন্ত্রাসী আলীকদম থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুর ব্যাঙডেবায় হত্যা মামলার প্রধান আসামি ও তার এক সহযযোগীকে বান্দরবানের আলীকদম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে। বনবিভাগের গাছ চুরি ও জায়গা দখল নিয়ে শক্রতার জের ধরে গত ১৬ জানুয়ারি মধ্যরাত একদল সন্ত্রাসী রামু বিট অফিসে পাঁচজন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে টয়লেটে আটকে রেখে এবং ঐ অফিসের বিট কর্মকর্তা, মালির থাকার ঘর ও স্টাফ রুমের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। তারপর সন্ত্রাসীরা হেডম্যান আলী আহম্মদের ঘরে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আলমিরা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। রামু থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠে। র‌্যাব-১৫ সদস্যরা গোপনে সংবাদ পেয়ে এজাহারভুক্ত ১ ও ৫ নং আসামি সাজ্জাদ হোসেন ও মো: সানাউল্লাহকে বান্দরবানের আলীকদম থেকে গ্রেফতার করেছে।
×