ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ব্যতিক্রমী পদ্ধতিতে ঠিকাদার বাছাই

প্রকাশিত: ১৭:২৫, ২৫ জানুয়ারি ২০২২

নওগাঁয় ব্যতিক্রমী পদ্ধতিতে ঠিকাদার বাছাই

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় ব্যতিক্রমী ও স্বচ্ছ লটারী পদ্ধতিতে বাছাই করা হলো এইচবিবি (হেরিং বন্ড) কাজ সম্পন্ন করার ঠিকাদারদের। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর প্রকাশ্যে দরপত্র গ্রহণের আয়োজন করে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সূত্রে জানা গেছে জেলার ১১টি উপজেলায় ১২কিমি ৮শ’ মিটার এইচবিবি রাস্তার বরাদ্দ পাওয়া গেছে। এই কাজের জন্য জেলার তালিকাভুক্ত ঠিকাদারদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। তার ভিত্তিতে ঠিকাদার নিয়োগের বিষয়ে যেন কোন মহলের সুপারিশ করতে না হয় কিংবা কারো মাঝে দ্বিমত ধারনার জন্ম না হয় সেই লক্ষ্যে স্বচ্ছ পদ্ধতিতে ঠিকাদারদের মাঝে কাজ ভাগ করে দিতেই এমন বতিক্রমী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ ইব্রাহীম, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা কামরুল আহসান, জেলার ১১টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তালিকাভুক্ত জেলার সকল ঠিকাদারগন উপস্থিত ছিলেন। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করতে এমন ব্যতিক্রমী পদক্ষেপ আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
×