ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মত দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্রমণ ৮ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ১৩:২৬, ২৫ জানুয়ারি ২০২২

প্রথমবারের মত দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্রমণ ৮ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণ প্রথমবারের মতো আট হাজার ছাড়িয়েছে। কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব মোকাবিলায় কঠোর সামাজিক দূরত্বের নিয়ম সত্ত্বেও মঙ্গলবার এই রেকর্ড সংক্রমণের কথা জানান কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মঙ্গলবার কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে আট হাজার ৫৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। ওই সময় শনাক্তের সংখ্যা ছিল সাত হাজার ৮৪৮। ২০২২ সালের জানুয়ারিতে দৈনিক সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসে। শনাক্তের সংখ্যা নেমে আসে প্রায় চার হাজারে। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের ফলে গত সপ্তাহে ফের সংক্রমণ বাড়তে শুরু করে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ৯০ শতাংশেরও বেশি নতুন সংক্রমণ ঘটাবে ওমিক্রন। সেক্ষেত্রে দৈনিক সংক্রমণ ২০ হাজার থেকে ৩০ হাজার কিংবা তারও বেশি হতে পারে।
×