ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩০ জানুয়ারি হচ্ছে না ফাজিল পরীক্ষা

প্রকাশিত: ০১:৩১, ২৫ জানুয়ারি ২০২২

৩০ জানুয়ারি হচ্ছে না ফাজিল পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ থাকবে দেশের মাদ্রাসাগুলোও। তবে এ সময়ে অনলাইনে বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাস চলবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষাও শুরু হচ্ছে না। রবিবার রাতে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক কেএম রুহুল আমিনের সই করা ১১ দফা নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। জানা গেছে, গত ৫ জানুয়ারির সূচী অনুযায়ী ৩০ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২১ জানুয়ারি থেকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। তবে এর আগের দিন রবিবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। এ সংক্রান্ত নোটিসও জারি হয়েছিল।
×