ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অভিনয়ে প্রশংসিত স্মরণ সাহা

প্রকাশিত: ০১:০৬, ২৫ জানুয়ারি ২০২২

অভিনয়ে প্রশংসিত স্মরণ সাহা

সংস্কৃতি ডেস্ক ॥ চলচ্চিত্র, টিভি ও মঞ্চের নিয়মিত অভিনেতা স্মরণ সাহা। এবারের অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে কার্যনির্বহী সদস্য পদে নির্বাচন করছেন তিনি। জয়ের ব্যাপারে স্মরণ সাহা খুউব আশাবাদী। কারণ তিনি দীর্ঘদিন যাবতই অভিনয় শিল্পী সংঘ’র জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। এদিকে স্মরণ সাহার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি ঘটেছে। আর তা হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’। এটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম। সিনেমাটি সারাদেশের মাত্র একটি সিনেমা হল অর্থাৎ বগুড়ার মধুবন সিনেমা হলেই মুক্তি পেয়েছে। এতে সাবজেলার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন স্মরণ সাহা। সিনেমাটিতে অভিনয়ের জন্য দারুণ সাড়া পাচ্ছেন তিনি। তবে এরই মধ্যে স্মরণ সাহা তার নিজের নাটক দল জাগরণী থিয়েটার থেকে আব্দুল হালিম আজিজ রচিত ও স্মরণ সাহা পরিচালিত বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ নাটক ‘জনকের মৃত্যু নেই’ নাটক বেশ কয়েকবার মঞ্চায়ন করেছেন। বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা, ভালবাসা থেকেই তিনি এই নাটক এরই মধ্যে ছয়বার মঞ্চস্থ করেছেন। বঙ্গবন্ধুর প্রতি অসীম শ্রদ্ধা, ভালবাসার কারণেই তিনি সুযোগও পেয়েছেন নিজ মেধার গুণে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় কাজ করার। স্মরণ সাহা বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন সাভারে আধুনিক মিলনায়তন হোক। যদিও এরই মধ্যে জায়গা পাবার পর রাতের আঁধারে সেই স্বপ্ন ভেঙ্গে দেয়। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে। সে সঙ্গে আমার অভিনয় শিল্পী সংঘ’র সকল সদস্যের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি- আমাকে যেন তারা এবার তাদের সবার পক্ষ থেকে একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। আর এক জীবনে বহু জীবনের স্বাদ পাবার জন্যই আমি অভিনয় করি। যতদিন বাঁচব অভিনয় করে যাব।
×