ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭

প্রকাশিত: ২৩:৩৯, ২৫ জানুয়ারি ২০২২

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তার মধ্যে নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে চার যুবক, বরিশালে শিশুসহ দুইজন এবং নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরিতকীডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে কবির দেওয়ানের বয়লারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ গ্রামের মোঃ গোলজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮) এবং একই এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে আবু ছালাম (৩০)। এছাড়া ওই দুর্ঘটনায় গুরুতর আহত একই ইউনিয়নের দক্ষিণ জাহানপুর গ্রামের মোঃ জুয়েলের ছেলে মোঃ মিনহাজ (২৪) এবং একই এলাকার হেলাল হোসেনের ছেলে মোঃ সজলকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। নাটোর ॥ সিংড়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল আহমেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল ॥ আগৈলঝাড়া ও বানারীপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এরমধ্যে রবিবার দিনগত রাতে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পশ্চিমপাড় এলাকার মোড়ে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হোসেন সিকদার (২৫) নিহত হয়েছেন। এদিকে জেলার বানারীপাড়া উপজেলায় রাস্তা পারাপারের সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এমদাদুল হক (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
×